ক্যাম্পাসজাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে স্মারকলিপি দিচ্ছে ডাকসু

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ডাকসুর কর্মসূচী ঘোষণা

নিউজরুমবিডিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জ়ড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ কর্মসূচী দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ দুপুরে  ডাকসু এজিএস সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে দুইদিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আজ ৬ জানুয়ারি সন্ধ্যা ৬.০০ টায় ডাকসু থেকে শহীদ মিনার পর্যন্ত  নিপীড়ন বিরোধী পদযাত্রা এবং রাত ৯.০০ টায় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আগামীকাল ৭ জানুয়ারি বিকাল ৩.০০ টায় রাজু ভাস্কর্যে নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ এবং সন্ধ্যা ৬.০০ টায় ‘নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ’ থেকে ধারাবাহিক সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে বলে জানা গেছে।

Tags

Related Articles

Close