বিনোদন
নতুন বছরে নতুন রুপে আসছে শতাব্দী ভবর মিউজিক্যাল ফিল্ম ‘দ্বাদশ ব্যক্তি’
বিনোদন প্রতিবেদকঃ নতুন বছরে নতুন রুপে আসছে শতাব্দী ভবর মিউজিক্যাল ফিল্ম দ্বাদশ ব্যক্তি। জনপ্রিয় দ্বাদশ ব্যক্তি গানটির নতুন ভার্সনের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। রাশেদ সাগরের গল্পে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেন শিল্পী নিজেই। এতে অভিনয় করেছেন জামশেদ শামীম, স্বর্ণালী চৈতী, মুরাদ, রাশেদ সাগর। চিত্রগ্রহন ও সম্পাদনা করেছেন রাশেদ রানা। নতুন বছরের প্রথম প্রহরে দ্বাদশ ব্যক্তির টি-২০ ভার্সন মুক্তি পাবে শতাব্দী ভবর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে।
গানটি সম্পর্কে সুমন কল্যাণ বলেন, ‘দাদ্বশ ব্যক্তি গানটি আমি বেশ কয়েক বছর আগেই শুনি ভবর খালি গলায়। অদ্ভুত সুন্দর কথার জন্য গানটি আমার বরাবরই প্রিয় ছিল। তবে এবারের নতুন আয়োজনে গানটি একটি অন্য মাএা পেয়েছে বলেই আমার বিশ্বাস।’ জনপ্রিয় অভিনেতা ও মডেল জামশেদ শামীম বলেন, ‘দ্বাদশ ব্যক্তি গানটি অসাধারণ জীবনমুখি গান। যেখানে বাস্তবতা স্পষ্ট। আমি আশাবাদী, গানটি আপনাদের ভালো লাগবে।’ গানটি সম্পর্কে শিল্পী শতাব্দী ভব বলেন,‘দ্বাদশ ব্যক্তি গানটি ইতমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটির লাইভ ভার্সন ও একটি রেকর্ডেট টেস্ট ভার্সন রয়েছে। শ্রোতাদের একটা পূর্ণাঙ্গ ট্র্যাক উপহার দেয়া সময়ের দাবি ছিলো। সেই ভাবনা থেকেই গানটি নতুন করে রেকর্ড ও ভিজ্যুয়াল নির্মাণে কাজ শুরু করি। আগামি বছর যেহেতু ২০২০ সেকারণেই নতুন ভার্সনের নাম দেয়া হয়েছে টি-২০ভার্সন। গানের সাথে সংশিষ্ট প্রত্যেকে যার যার সেরাটা দিয়েছেন, সেজন্য পুরো দ্বাদশ ব্যক্তি টিমের কাছে আমি কৃতজ্ঞ। আশা রাখি দর্শক-শ্রোতারা ভালো কিছু পাবেন।’
উল্লেখ, ২০১৩ সালে দ্বাদশ ব্যক্তি গান নিয়ে শতাব্দী ভব এক গানের এক অ্যালবাম প্রকাশ করেছিলেন। এরপর লাইভ ভার্সনেও শ্রোতাদের তুমুল সাড়া মেলে।