সাহিত্য

১৫ ডিসেম্বর। কাজী নজরুল ইসলামের কারামুক্তি দিবস

Image may contain: 1 person

বিদ্রোহী কবি, প্রেমের কবি, গনজাগরনের কবি ‘নজরুল’ কবিতা ও সরকার বিরোধীতা’র জন্য কারাগারে যাওয়া প্রথম বাংলা কবি। ১৯২১ সালের ২১ নভেম্বর নজরুল প্রথম “জাগরনী” শীর্ষক গান লেখা ও তা সরকার বিরোধী মিছিলে গাওয়ায় একদিনের জন্য গ্রেফতার হন। ১৯২২ সালের ২৫ সেপ্টেম্বর “ধুমকেতু”তে প্রকাশিত “আনন্দময়ীরর আগমন” কবিতার জন্য সেই সংখা বাজেয়াপ্ত হয়।৮ নভেম্বর রাজদ্রোহিতা প্রচারের অভিযোগে ভারতীয় দন্ডবিধির ১২৪-এ ধারা অনুসারে গ্রেফতারী পরোয়ানা জারি হয়।
২২ নভেম্বর সকাল ১২টায় কুমিল্লা শহর থেকে নজরুলকে গ্রেফতার করা হয়। ২৯ নভেম্বর কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্টেট ‘সুইনহো’র আদালতে নজরুলের রাজদ্রোহিতার মামলা শুরু হয়। ৭ জানুয়ারি তিনি বিখ্যাত ‘রাজবন্দির জবানবন্দি’ দেন। ১৬ জানুয়ারি ১৯২৩ রাজদ্রোহিতার অপরাধে কবির ১ বছরের সশ্রম কারাদন্ড হয়। জেলে অনশন সহ নানা ঘটনা ঘটে। ১৫ ডিসেম্বর ১৯২৩ তিনি বহরমপুর জেল থেকে মুক্তি লাভ করেন।

Related Articles

Check Also

Close
Close