ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরো একটি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। আজকের ম্যাচ জয়ে শেষ হাসিটা হেসেই বছর শেষ করতে চায় মাশরাফিবাহিনী।
আজ খেলা শুরু হবে বিকাল ৫টায়।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি টাইগার দলপতি মাশরাফি। তাই আজকের ম্যাচে ব্যাটসম্যানরাও স্বরুপে ফিরবেন বলে প্রত্যাশা ক্রিকেটভক্তদের।
আজকের ম্যাচেও সুযোগ পেতে পারেন প্রথম ম্যাচে রান আউট হয়ে ফেরা এনামুল হক বিজয়। পেসাররা দারুণ ফর্ থাকলেও পরিবর্ন আসতে পারে আজকের পেস আক্রমণে। সুযোগ পেতে পারেন কামরুল ইসলাম রাব্বি।
আগের ম্যাচে অভিষিক্ত জুবায়ের হোসেন সুযোগ পেতে পারেন এ ম্যাচেও। তবে বোলিং আক্রমণের ধার বাড়াতে চাইলে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে ফেরাবে স্বাগতিকরা।
জানা গেছে, আজকের ম্যাচ নিজেদের কম্বিনেশন নিয়ে পরীক্ষার সুগোগ নিতে চান টাইগার অধিনায়্ক।
এদিকে জিম্বাবুয়ে দল জয় পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। কেননা, আজকের ম্যাচে জয় না পেলে খালি হাতেই ফিরতে হবে চিগাম্বুরাদের দলকে।
সবমিলে আজকেও আরো একটি প্রতিদ্বন্দিতাপূর্ ম্যাচ দেখবে ক্রিকেটভক্তরা- এমনটা আশা করা যেতেই পারে।