ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

২২৪ রানে পিছিয়ে বাংলাদেশ

সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক উইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে শুরু হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২২৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারী সাকিব বাহিনী।

কিংস্টন টেস্টে টসে হেরে প্রথম ইনিংসে ৩৫৪ রানের সংগ্রহ পায় স্বাগতিক উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি সফরকারীরা। ক্যারিবিয়ান বোলিং তোপে ৪৬.১ ওভারে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২০৫ রানের লিড পেয়েও বাংলাদেশকে ‘ফলোঅন’ না করিয়ে আবার ব্যাট করতে নামে উইন্ডিজ দল।

দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের বিপক্ষে ইতমধ্যে ২২৪ রানের লিড নিয়েছে জেসন হোল্ডারের দল। ম্যাচের আজ তৃতীয় দিনে ডেভন স্মিথ (৮) ও কিমো পল (০) রান নিয়ে আবারও ব্যাটিংয়ে নামবেন।

এদিকে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে দ্বিপাক্ষিক সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক উইন্ডিজ দল।

Tags

Related Articles

Close