বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

ফুলবাড়ীতে উৎসব মূখর পরিবেশে ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল

fulbari ele.মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনাধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

আজ বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ ইউপি সদস্য পদে ২০১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলার ৭টি ইউনিয়নের ইউপি নির্বাচনে ৩ জন রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিসেস হাসিনা ভূঁইয়া, ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার এর নিকট এই মনোনয়ন পত্র দাখিল করেন।

fulbari 2.3১নং এলুয়াড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মঞ্জু রায় চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাওলানা মো: নবিউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৬জন ও সংরক্ষিত মহিলা ৩ টি ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

২নং আলাদীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত দাখিল করেছেন ৩ জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, ২০দলীয় ঐক্যজোটের প্রার্থী হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩২জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৩নং কাজিহাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মানিক রতন, বিএনপির মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও মিজানুর রহমান। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৪নং বেতদিঘী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন । আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো: আব্দুল কুদ্দুস, বিএনপির মনোনীত প্রার্থী মেজবাউল হোসেন, ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৫নং খয়েরবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু তাহের মন্ডল, বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল হক। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, বিএনপির মনোনীত  প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাহাফুজুর  রহমান আবু ও  আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৭নং শিবনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। এরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদ, বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক খন্দকার মেহেদী হাসান সাজু, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মন্টু। এছাড়া ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে উপজেলা চত্ত¡র এলাকাটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

Tags

Related Articles

Close