জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহনের আশা: টাঙ্গাইলে প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা

ECমুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: আগামী জাতিয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ গ্রহন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর  জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ, স্থগিত এবং উপনির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান প্রধান  রাজনৈতিক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। বিএনপির একটি প্রতিনিধি দলের সাথেও আমার কথা হয়েছে। তারা আগামী নির্বাচনে অংশ গ্রহনের কথা বলেছেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে নির্বাচনে তারা সেনাবাহিনী মোতায়েনের কথা বলছেন। সংলাপ শেষ হলে বুঝা যাবে কিভাবে কোন পর্যায়ে সেনা মোতায়েন করা যায়।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বাংলাদেশে বর্তমানে যেসকল রোহিঙ্গা প্রবেশ করেছে তারা যাতে ভোটার হতে না পারে নির্বাচন কমিশন সে ব্যপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। সে কারনে রোহিঙ্গাদের বায়োম্যাট্রিক পদ্ধতির সাথে আমাদের সম্পৃক্ত রাখার কথা বলেছি। নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে দায়িত্বে থাকেন তাদের কথা শোনা খুবই জরুরী। নির্বাচনের কিছু তথ্য তাদেরকে অবহিত করা এবং তাদের কথা শোনার জন্যেই এ ধরনের মতবিনিময়ের আয়োজন বলে জানান সিইসি।

Related Articles

Close