জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
সখীপুরে কাদেরিয়া মুক্তি বাহিনী দপ্তরের ৫০ বছর পূর্তি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, নিউজরুমবিডি: টাঙ্গাইলের সখীপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের আওতাধীন কাদেরিয়া বাহিনীর (মুক্তি বাহিনীর) টাঙ্গাইল অঞ্চলের বঙ্গবীর আঃ কাদের সিদ্দিকী বীর উত্তম (কমান্ডার ইন চিফ) এর নেতৃত্বে কাদেরিয়া বাহিনীর সদর দপ্তর ও বেসামরিক প্রধানের বিভিন্ন দপ্তরের ৫০ বছর পুর্তী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অাজ শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিজয় স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫০ বছর পুর্তী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এম ও গনি, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সাইদুর রহমান, কাকড়াজান ইউনিয়ন কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ নুরুল ইসলাম, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।