ক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
বরিশালকে হারিয়ে শেষ চারে মাশরাফির কুমিল্লা
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: সোমবার মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানের জয় দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে আট ম্যাচে ষষ্ঠ জয় পেল কুমিল্লা। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারা।
শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১০৫ রান করে বরিশাল বুলস। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বরিশালের দেওয়া ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ডাক মেরে সাজঘরে ফেরেন লিটন দাস। আরেক ওপেনার ইমরুল কায়েসও রানের খাতা না খুলেই ফিরে যান ইমরুল। তবে কুমিল্লার এই দু:সময়ে হাল ধরেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেজজাদ ও শোয়েব মালিক। তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন দুজন। মালিক ৮ রানে ফিরে গেলে চতুর্থ উইকেটে আরেক পাকিস্তানি ক্রিকেটার আসহার জাইদির সঙ্গে জুটি বেঁধে জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন শেহজাদ। তুলে নেন ব্যক্তিগত ৭৬* রান।
এর আগে বরিশাল বুলসের ইনিংসে ১১ বল মোকাবেলা করে গেইল মাত্র ৮ রান করে ফিরে গেলে এলোমেলো হয়ে যায় নিজেদের ব্যাটিং লাইন। দলীয় ৪০ রানে আউট হন এভিন লুইস (১৫ রান)। ৪২ রানে আসার জাইদির বলে আউট হন মেহেদী মারুফ (০)। ৪৫ রানের মাথায় আউট হন রনি তালুকদার (১৯)। এরপর দলীয় ৮৮ রানে বোল্ড হয়ে যান মাহমুদউল্লাহ (২৬)। এর পর ১৭ রান করে সাজঘরে ফেরেন সাব্বির রহমান।
বল হাতে কুমিল্লার হয়ে দুটি উইকেট পান জাইদির। ১টি করে উইকেট পান ড্যারেন স্টিভেন্স, কামরুল ইসলাম রাব্বি, শোয়েব মালিক এবং অাবু হায়দার রনি।