খেলাধূলাসর্বশেষ নিউজ

বিপিএলের নতুন টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল

brb cableজেড.আই জহির, নিউজরুমবিডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন টাইটেল স্পন্সর নির্বাচিত হয়েছে বাংলাদেশের শীর্ষ ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিপিএলের তৃতীয় আসরের জন্য বিআরবি ক্যাবলকে টাইটেল স্পন্সর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের লোগো উন্মোচন করা হয়। এ সময় আসন্ন বিপিএলের নতুন টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশের শীর্ষ ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মেজবাহ রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আর্ডেন মাত্রার প্রতিনিধি সামাউল আরেফিন। বিপিএলের জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হতে পেরে অনেক উচ্ছসিত বাংলাদেশের শীর্ষ ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সেই সাথে ভবিষ্যতেও ক্রিকেটের সাথে সম্পৃক্ত থেকে অন্যান্য ইভেন্টগুলোতেও অংশ নিতে চায় বিআরবি ক্যাবল, এমনটাই জানালেন বিআরবি ক্যাবলের পরিচালক।

বাংলাদেশের শীর্ষ ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মেজবাহ রহমান বলেন, “বিপিএল ক্রিকেটের জনপ্রিয়তার কারণেই মূলতঃ আমরা এই আসরের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা তা করতে পেরেছে। আশা আছে ভবিষ্যতেও ক্রিকেটের অন্যান্য আসরগুলোতেও নিজেদেরকে সম্পৃক্ত করে নেয়ার।”

Tags

Related Articles

Close