বাংলাদেশসর্বশেষ নিউজ

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

rallyটাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের গ্রামীণ জনপদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পরিচালিত এসসিডব্লিউএইচআর প্রকল্পের টাঙ্গাইল ইউিিনটের উদ্দেগে মানুষের জন্য ফাউনন্ডেশনের সহায়তায় নারী নেতৃত্ব বিকাশের লক্ষে মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযান নিয়ে রবিবার সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের আউলটিয়া মাহমুদুল হাসান বিদ্যানিকেতনের  এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি র‌্যালী বের হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালীটি গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আউটিয়া গ্রামে এসে শেষ হয়। এতে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঘারিন্দা ইউনিয়নের অধিকার সুরক্ষা কমিটির সদস্যসহ এলাকার ৪ শতাধিক নারী, শিশু ও পুরুষ অংশ নেয়।

র‌্যালী পুর্বে মর্যাদায় গড়ি সমতা নারী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা সমন্বয়কারী এডভোকেট আতাউর রহমান আজাদ, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান এস এম সোহেল কাশেম, এডভোকেট এম এ করিম, মাহমুদুল হাসান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল লতিফ তালুকদার, ঘারিন্দা ই্উপি সদস্য আনোয়ার হোসেন বাকী, ধরাট অধিকার সুরক্ষা কমিটির সভাপতি রেহেনা পারভীন, সারুটিয়া অধিকার সুরক্ষা কমিটির সদস্য আন্না বেগম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইলের প্রজেক্ট ফ্যাসিলিটেটর এহসানুল হক খান ও আলম খান।

এতে সভাপতিত্ব করেন গোলাবাড়ী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি খাদিজা বেগম।

Related Articles

Close