ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

লিপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

lipu murder ruশফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: এদিকে লিপু হত্যার তিন মাস পেরিয়ে গেলেও তদন্তের কোনো অগ্রগতি দেখছে না বলে অভিযোগ তার সহপাঠীদের। হত্যার দ্রুত বিচার দাবি করে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২১জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লিপু চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভাগের শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সমাবেশে যোগ দেয়।

সমাবেশে বক্তারা বলেন পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকাÐের মতো লিপু হত্যাও নাটকীয়তার রূপ নিচ্ছে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন যে আমাদের বলতে বাধ্য করছে।  এছাড়া বক্তারা লিপু হত্যার তদন্তে অসন্তোষ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তুলে বলেন, আমরা এর আগেও বলেছিলাম হত্যার বিচারে অগ্রগতি না দেখলে আমরা আবার আন্দোলনে রাস্তায় নামবো। আজ আমরা সেই কারণেই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গত বছরের (২০১৬) ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করা হয়। ঘটনার দিন বিকেলে লিপুর চাচা বশির মোল্লা বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর তিন দিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার দেখানো হয়। পরে ৮ নভেম্বর জজকোর্ট থেকে মনিরুল জামিন পায়। বর্তমানে তিনি জামিনে আছেন। তিন মাসেও তদন্তে উল্লেখযোগ্য কোন অগ্রগতি না হওয়ায় লিপু হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Related Articles

Close