ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
পিএসএলে কোন খেলোয়াড় কোন দলে
ক্রীড়াপ্রতিবেদক, নিউজরুমবিডি.কম: প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। পাঁচ ফ্র্যাঞ্জাইজির এ টুর্নামেন্ট চলবে আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
টি-টোয়েন্টির এই টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে ৩০৮ জন খেলোয়াড়ের তালিকা করেছিল পিএসএল গভর্নিং কাউন্সিল। তালিকাতে পাকিস্তানের খেলোয়াড় সংখ্যা ছিল ১৩৭ এবং বিদেশী ক্রিকেটারের সংখ্যা ছিল ১৭১।
এরই মধ্যে দুই দিন নিলামের মাধ্যমে নিজ নিজ দলে পছন্দ মতো খেলোয়াড়দের টেনে নিয়েছে পাঁচ ফ্রাঞ্চাইজি মালিকরা। সোমবার খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার প্রথম দিন ৪৫ ক্রিকেটারকে দলে নেয় পাঁচটি দল। আজ দ্বিতীয় দিনে বাকি খেলোয়াড়দের কোটা পূরণ করে ফ্রাঞ্চাইজিরা।
সব মিলিয়ে পিএসএলের পাঁচ ফ্র্যাঞ্জাইজির ৯৮ ক্রিকেটারকে দলভুক্ত করেছে। করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৯ ক্রিকেটারকে দলে টেনেছে। আর বাকি তিন ফ্র্যাঞ্জাইজি দলে নিয়েছে ২০ জন করে ক্রিকেটার।
জেনে নেওয়া যাক পিএসএলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা:
করাচি কিংস : শোয়েব মালিক (আইকন খেলোয়াড়), সাকিব আল হাসান, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, ল্যান্ডি সিমন্স, মোহাম্মদ আমির, বিলাওয়াল ভাট্টি, জেমস ভিনস, ইফতেখার আহমেদ, নুমান আনোয়ার, মুশফিকুর রহিম, উসামা মির, সোহেল খান, মির হামজা, সাইফউল্লাহ বাঙ্গাস, তিলকারত্মে দিলশান, শাহজিব হাসান ও ফাওয়াদ আলম।
ইসলামাবাদ ইউনাইটেড : শেন ওয়াটসন (আইকন খেলোয়াড়), আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বাদ্রি, মোহাম্মদ ইরফান , ব্রাড হ্যাডিন,শারজিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ, বাবর আজম, ইমরান খালিদ, কামরান ঘুলাম, উমার আমিন, সাম বিলিংস, রুম্মান সাইস, আমাদ বাট, আসহার জাইদি, সাঈদ আজমল, হুসাইন তালাত, উমর সিদ্দীক ।
পেশোয়ার জালমি : শহীদ আফ্রিদি (আইকন খেলোয়াড়), ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি,কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান,তামিম ইকবাল, জুনায়েদ খান, জিম এলিনবি, আমের ইয়ামিন, ডাবিভ মালান,ইমরান খান জুনিয়র, শহীদ ইউসুফ, আব্দুর রেহমান, মুসাদিক আহমেদ, হাসান আলী, মোহাম্মদ আসগার, ব্রাড হজ, ইরসারুল্লাহ ও তাজওয়ালি।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স : কেভিন পিটারসেন (আইকন খেলোয়াড়), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ,এল্টন চিগুম্বুরা, বিলাল আসিফ, আসাদ শফিক, মোহাম্মদ নাওয়াজ, সাদ নাসিম, মোহাম্মদ নবী, আকবার-উর-রেহমান, বিসমিল্লাহ খান, কুমার সাঙ্গাকারা, আইজাজ চিমা, রামিজ রাজা জুনিয়র।
লাহোর কোয়াল্যান্ডার্স : ক্রিস গেইল (আইকন খেলোয়াড়), ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভিন কুপার, ক্যামেরুন ডেলপোর্ট, জাফর জোহার, হাম্মাদ আজম, জিয়া-উল-হক, শোয়েব খান, আজহার আলী, নাভেদ ইয়াসিন, আদনান রাসুল, আব্দুর রাজ্জাক, মুক্তার আহমেদ, এহসান আদিল ও ইমরান বাট।