বিনোদনসর্বশেষ নিউজ

ঘোষিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর পুরস্কারপ্রাপ্তদের নাম

cinema awardবিনোদন প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: চূড়ান্ত হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ -এর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম।

আজ তথ্য মন্ত্রণালয়ের থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন-

শ্রেষ্ঠ চলচ্চিত্র-মুরাদ পারভেজ (প্রযোজক), বৃহন্নলা;

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-মো. আশরাফুল আলম ওরফে আশরাফ শিশির (প্রযোজক), গাড়িওয়ালা;

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন, মেঘমল্লার;

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে-ফেরদৌস আহমেদ, এক কাপ চা;

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে) মৌসুমী (তাঁরকাটা) ও বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো);

শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে- ডা. এজাজ ইসলাম, তাঁরকাটা;

শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- চিত্র লেখা গুহ, ৭১ এর মা জননী;

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে- তারিক আনাম, দেশা দ্যা লিডার;

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে- মিশা সওদাগর, অল্প অল্প প্রেমের গল্প।

শ্রেষ্ঠ শিশুশিল্পী- আবির হোসেন অংকন, বৈষম্য;

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার-মারজান হোসাইন জারা, মেঘমল্লার;

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক- ড. সাইম রানা, নেকাব্বরের মহাপ্রয়াণ;

শ্রেষ্ঠ গায়ক- মাহফুজ আনাম জেমস, দেশা দ্যা লিডার (পতাকাটা খামচাতে কখনো আসে যদিৃ);

শ্রেষ্ঠ গায়িকা  (যৌথভাবে)-রুনা লায়না, প্রিয়া তুমি সুখী হও (ও কালা অসময়ে বাজাও বাঁশি), ও মমতাজ- নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর..)

শ্রেষ্ঠ গীতিকার- মাসুদ পথিক, নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর);

শ্রেষ্ঠ সুরকার-বেলাল খান, নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর);

শ্রেষ্ঠ কাহিনীকার- মুরাদ পারভেজ, বৃহন্নলা; শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-সৈকত নাসির, দেশা দ্যা লিডার;

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- মুরাদ পারভেজ, বৃহন্নলা; শ্রেষ্ঠ সম্পাদক-তৌহিদ হোসেন চৌধুরী, দেশা দ্য লিডার;

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- মারুফ সামুরাই, তাঁরকাটা;

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-মোহাম্মদ হোসেন জেমী, বৈষম্য;

শ্রেষ্ঠ শব্দগ্রাহক- রতন পাল, মেঘমল্লার;

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা-কনক চাঁপা চাকমা, জোনাকির আলো ও

শ্রেষ্ঠ মেক-আপম্যান আবদুর রহমান, নেকাব্বরের মহাপ্রয়াণ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ তে যৌথভাবে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রাণী সরকার।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পুরস্কার পাওয়া ব্যক্তিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন।

Related Articles

Close