বাংলাদেশ

কোটচাঁদপুরের লক্ষিপুর সড়কের ব্রীজ ভাঙ্গা : যে কোন সময় দুর্ঘটনার আশংকা

Bridge Picমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার লক্ষিপুর সড়কের ব্রীজ ভেঙ্গে দুইটি ম্যান হোলের সৃষ্টি হলেও তা দেখার কেউ নাই। ম্যান হোলে পড়ে বড় ধরনের দু’ঘটনা ঘটার আশংকা করছেন এলাবাসী।

কোটচাদপুর উপজেলার লক্ষীপুর বাজারগামী সড়কের ব্রীজ ভেঙ্গে বড় দুইটি ম্যান হোলের সৃষ্টি হয়েছে। যা থেকে ঘটতে পারে বড় ধরনের দু’ঘটনা। দীঘদিন সড়কের মাঝখানে এ ম্যান হোল সৃষ্টি হলেও তা দেখার কেউ নাই।

বিষয়টি নিয়ে কথা হয় এলাকার আশরাফুল আলমের সঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৩/৪ বছর যাবৎ রাস্তা ভেঙ্গে ওই ভাবে ম্যান হোলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে চেয়ারম্যান ও এলজিডি অফিসের কর্মকর্তাদের বলেও কোন লাভ হয়নি। এ দিকে ওই ম্যান হোলে পড়ে আহতও হয়েছে অনেকে। যার মধ্যে রয়েছে ফারুক হোসেন ও আজিজুর রহমান। কথা হয় ওই ইউনিয়নের চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাসের সঙ্গে তিনি বলেন, রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের। আমি নিজে বেশ কয়েকবার অফিসে গিয়েছি এবং তাদের কে অবহিত করেছি। কিন্তু তারা বিষয়টি আমলে নেয় না। এ যাবৎ কালে অনেকে ওই গর্তে পড়ে আহত হয়েছে।

বিষয়টি নিয়ে সড়ক ও জন পথ বিভাগের ঝিনাইদহ অফিসের কর্মকর্তা সেলিম আজাদের সঙ্গে, এ ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বিরক্ত বোধ করেন।

Tags

Related Articles

Close