নিউজরুমবিডি: না ফেরার দেশে চলে গেলো আরও একটি তরুন প্রাণ! পরিবার, বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের শত চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন সুমি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী লুৎফুন্নেসা সুমি আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সহপাঠীদের মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অ্যাবডোমিনাল টিবি রোগে আক্রান্ত হয়ে গত পাঁচ মাস যাবত চিকিৎসা নিচ্ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী সুমি। পরিবারের আর্থিক অনটনের কারণে এক সময় সুমির চিকিৎসা যখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, তখনই এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধৃব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন সুমি।
তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও তাঁর সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা!