বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিয়ের দায়ে দুই জনকে কারাদন্ড

merridge-pic-jhenaidahজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় বাল্য বিবাহের অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার। তিনি জানান, দুপুরে জানতে পারেন উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের কৃষক সেলিমের মেয়ে রাবেয়ার বিয়ের আয়োজন করা হয়েছে। এ সংবাদ পেয়ে তিনি উক্ত বিয়ে বাড়িতে যান।

কৃষক সেলিমের কন্যা রাবেয়া খাতুন শৈলকুপা বাগুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। এমন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিবাহের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রস কারাদন্ড প্রদান করেন।কারাদন্ড প্রাপ্তরা হলেন ওই গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও শাহীদুল ইসলাম (৩২)।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই জামিরুল ইসলাম ও এএসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tags

Related Articles

Close