ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
কেউ ইচ্ছে করে ক্যাচ ছাড়েনাঃ কায়েস
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪৬.৪ ওভারে ক্যাচ ফেলেন ইমরুল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২১ বলে ২১ রানের দরকার ছিল ইংলিশদের। তাসকিন আহমেদের করা সেই বলটিতে ক্রিস ওয়াক্সের ক্যাচটি ধরতে বর্থ্য হন কায়েস।
শেষ পর্যন্ত ইংলিশদের বিপক্ষে চার উইকেটের ব্যবধানে সিরিজ হেরে বসে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে ক্যাচ না ছাড়লে ভালো কিছু হতো কিনা, সেটা এখন ভেবেও লাভ হবে না। তবে ইমরুল নিজের কাজের জন্য দুঃখিত, এটা জানিয়ে দিলেন। কেন ক্যাচ পড়েছে, সেই ব্যাখাটাও দিয়েছেন।
দেশের প্রথম সারির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ক্যাচটা নিতে না পারায় আমি দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাচ নেওয়ার জন্য আরও বেশি অনুশীলন করবো। চেষ্টা করবো এসব ক্যাচ যেন আর না ছোটে।’
তিনি আরো বলেন, ‘আমরা মাঠে ভালো কিছু করার জন্য অনেক চেষ্টাই করি। অনেক স্লিপ ক্যাচও অনুশীলন করি। তারপরও দু-একটা ক্যাচ মিস হয়ে যায়। কেউ ইচ্ছা করে এটা করে না। কাল বলটা ছিল ভেজা, হাতে জমেনি। হাত থেকে পিছলে গেছে। পুরোনো বল হওয়াতেও একটু সমস্যা হয়েছে। নতুন বল হলে হাতে জমে যেতো।’