খেলাধূলাসর্বশেষ নিউজ
লাইমলাইটে চলে আসছেন আশরাফুল
নিউজরুমবিডি.কম: চলতি বছরের শেষ দিক থেকেই লাইমলাইটে চলে আসছেন আশরাফুল। ডিসেম্বরেই পুনর্বাসন ও শিক্ষা-সচেতনতামূলক কার্যক্রম শুরু করবেন তিনি।
ডিসেম্বরে আশরাফুল অংশ নেবেন ফিক্সিং, দুর্নীতি বিষয়ে বিসিবি ও আইসিসির প্রশিক্ষণ, শিক্ষণীয় প্রোগ্রামে। পুনর্বাসন ও শিক্ষামূলক এসব কার্যক্রমের ভিত্তিতে আইসিসিতে রিপোর্ট দেবে বিসিবি। আর এ রিপোর্টের ভিত্তিতেই আইসিসি আশরাফুলকে দ্রুত মাঠে ফিরতে সবুজ সংকেত প্রদান করবে।
আশরাফুল এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত ক্রিকেট খেলে যাচ্ছেন আশরাফুল। রিহ্যাব প্রক্রিয়া সম্পর্কে আশরাফুল বলেছেন, ‘আগামী ডিসেম্বরে আমি রিহ্যাব প্রোগ্রাম শুরু করতে পারব। এখনো তারিখ ঠিক হয়নি। বছরের শেষ দিকে হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে আইসিসির এসব প্রোগ্রামে অংশগ্রহণ জরুরি। আশা করছি ঠিকমতো প্রোগ্রামগুলোতে অংশ নিয়ে নিজেকে আবার মাঠে ফিরিয়ে নিয়ে আসতে পারব।’
২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। আগামী বছরের আগস্টে তার শাস্তি শেষ হবে।