পরিবেশবাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে মানববর্জ্য ব্যবস্থাপনার এক বছরপূর্তি: আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল): সখীপুরে মানববর্জ্য ব্যবস্থাপনার এক বছরপূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার বেলা ১১টায় সখীপুর পৌরসভা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা। প্রকল্প ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাসা (বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট) এবং ওয়াটার এইড বাংলাদেশ।

পৌর কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কুতুবউদ্দিন। এছাড়াও আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর পাইলট মডেল স্কল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধনের পর বাসা’র নির্বাহী পরিচালক একেএম সিরাজুল ইসলামের লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্প সমন্বয়কারী সুমন কুমার সাহা। প্রকল্পের বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার প্রকৌশলী সুমন কান্তি নাথ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সখীপুর পৌরসভার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি সখীপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ জানান, সখীপুর পৌরসভার ‘সখী কম্পোস্ট’ গত বছরের জানুয়ারি থেকে তরল মানববর্জ্য পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে চার লাখ চৌষট্টি হাজার লিটার মানববর্জ্য ও ১৯০টন গৃহস্থালীবর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনা করে ১৮টন কো-কম্পোস্ট সার উৎপাদন করা হয়েছে। উৎপাদিত এই সার মাটির জৈব শক্তি ও জমির উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে। ইতিমধ্যে এই সার স্থানীয় কৃষকদের চাহিদার একটি অংশ পূরণ করছে। এই ছোট শহরে মানববর্জ্য ব্যবস্থাপনার ‘সখী কম্পোস্ট’ বাংলাদেশের একমাত্র মডেল।

Related Articles

Close