জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ
এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন সখীপুরের মাহবুবুর রহমান
সিরাজুস সালেকীন, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতি সন্তান, ২৪ তম বিসিএস প্রশাসনের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব), কৃষিবিদ দেওয়ান মাহবুবুর রহমান বাদল ‘বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের’ ‘সহকারী মহাসচিব’ নির্বাচিত হয়েছেন। দেওয়ান মাহবুবুর রহমান বাদল ২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং রাজবাড়ী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেওয়ান মাহবুবুর রহমান বাদল উপসচিব পদে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২৪ তম বিসিএস প্রশাসনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেওয়ান মাহবুবুর রহমান বাদল সম্প্রতি “বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের” সহকারী মহাসচিব নির্বাচিত হয়ছেন।
দেওয়ান মাহবুবুর রহমান বাদল “বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের” সহকারী মহাসচিব পদে নির্বাচিত হওয়ার তাঁর নিজ উপজেলা টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আনন্দিত হয়েছেন।
দেওয়ান মাহবুবুর রহমান বাদল কর্মজীবনে সৎ ও ন্যায়ের পথে অবিচল থেকে দক্ষভাবে তাঁর উপর অর্পিত দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করতে পারেন এবং দেশের মানুষের সেবা করতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেছেন।