বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

সখীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণ ও নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজুস সালেকীন সিফাত, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান বাবুলসহ ১৩ সদস্যের পরিষদের অপসারণ ও ওই ইউনিয়নে দ্রæত নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ‘ইউনিয়ন নির্বাচন সংগ্রাম পরিষদ’ উপজেলার নলুয়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে পরিষদের কার্যালয়ের সামনে সমাবেশ করে। ওই সমাবেশে বর্তমান পরিষদকে ‘অবৈধ’ ঘোষণা করে ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় ২৫ ফেব্রæয়ারি সকাল ১০ টায় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়াসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন নির্বাচন সংগ্রাম পরিষদের নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন সংগ্রাম পরিষদের যুগ্ম  আহŸায়ক রেজাউল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান, বহুরিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরে আলম, খন্দকার রফিকুল ইসলাম, সেলিম প্রমুখ। কর্মসূচিতে ‘যাদবপুর’ ও নবগঠিত ‘বহুরিয়া’ ইউনিয়নের তিন শতাধিক ভোটার ও জানসাধারণ অংশ নেয়।

নবগঠিত বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের বাসিন্দা ও নির্বাচন সংগ্রাম পরিষদের যুগ্ম  আহŸায়ক মো. রেজাউল করিম সমাবেশে বলেন, পাঁচ বছর মেয়াদী চেয়ারম্যান বাবুল মামলা করিয়ে একযুগ ক্ষমতায় থেকে দুইটি ইউনিয়নের ভোটারদের অধিকার খর্ব করেছেন-শুধু নিজে লাভবান হওয়ার জন্য।

বর্তমান চেয়্যারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল বলেন, ‘মামলার বিষয়ে আমার কোনো হাত ছিল না। আমি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত আছি।’

জানতে চাইলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম বলেন, হাইকোর্টে আপিল খারিজ হয়েছে। রায়ের কপি হাতে পেলেই আইন অনুযায়ী জনপ্রতিনিধি অপসারণ ও নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।

প্রসঙ্গত. বিধিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেয়াদ পাঁচ বছর। কিন্তু বৃহত্তর এ যাদবপুর ইউনিয়নকে দুইটি ইউনিয়নে বিভক্তিকরণ করে নামকরণ ও সীমানা নির্ধারণ নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। এক পর্যায়ে জটিলতা মামলায় গড়ায়। ফলে পাঁচ বছর মেয়াদী নির্বাচিত প্রতিনিধিরা পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ১৪ বছর ধরে। যাদবপুর ইউনিয়নে সর্বশেষ ২০০২ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়।  সর্বশেষ এ বছরের জানুয়ারি মাসে হাইকোর্টের আপিল বিভাগ টাঙ্গাইল জেলা প্রশাসকের ২০১১ সালের আদেশ বৃহত্তর যাদবপুরকে ভেঙে নবগঠিত ‘বহুরিয়া’ ও ‘যাদবপুর’ ইউনিয়নের নাম ও সীমানা বহাল রেখে রায় ঘোষণা করেন।

এদিকে এ বছরের  ইউপি নির্বাচনে সখীপুরে ২৮ মে ৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও এতে যাদবপুর ও বহুরিয়া ইউনিয়নের নাম নেই।

Related Articles

Close