জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ৪ নভেম্বর

ecনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ৪ নভেম্বর। জানা গেছে, ঐদিন বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

ইসি সূত্র জানায়, জাতির উদ্দেশে ভাষণের জন্য কমিশন থেকে একটি চিঠি বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) পাঠানো হয়েছে। চিঠিতে ৪ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কে এম নুরুল হুদা, এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

আগামী ৩ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই ভাষণ রেকর্ডের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Tags

Related Articles

Close