খেলাধূলাসর্বশেষ নিউজ

মুশফিকের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ২৭৩/৯

zim vs ban 7
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে টাইগারদের সংগ্র্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩। মুশফিকুরের ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরির দিনে সাব্বির রহমানও তুলে নিয়েছেন অর্ধশতক।
শুরুতেই ব্যক্তিগত ০ (শুন্য) রানে লিটন দাস আউট হয়ে গেলে চাপে পড়ে যায় টসে হেরে ব্যাটিং এ নামা বাংলাদেশ। তামিম ইকবাল মুশফিকুরের সাথে ৭৮ রানের জুটিতে ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল বটে। তবে তামিম ইকবালের সাথে সঙ্গ দিতে পারেননি মাহমুদুল্লাহ (৯)। হতাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও (১৬)। আর কেউ পিচে থিতু হতে না পারলেও মুশফিক পাশে পেয়েছেন সাব্বির রহমানকে। মুশফিকুরের অনবদ্য সেঞ্চুরিরর দিনে রান আউট হয়ে ফিরে যাবার আগে সাব্বির তুলে নিয়েছেন ৫৭ রান। সাব্বিরের সাথে মুশফিকুর রহিমের ১১৯ রানের জুটি ভাঙতেই নাসির হোসেন ব্যাটিং এ নেমে ০ (শূণ্য) রানে সাজঘরে ফিরে যান।  আরাফাত সানিকে সঙ্গে নিয়ে দলপতি মাশরাফি দলীয় আড়াইশ’ রান অতিক্রম করেন। এক ছয় আর এক চারে ৮বলে ১৪ রান করে ফিরে যান টাইগার অধিনায়ক মাশরাফি। আরাফাত সানি ১৫ রানে যখন মাঠ ছাড়েন তখন দলীয় স্কোর গিয়ে দাড়ায় ৯ উইকেটে ২৭৩ রান।
BAN-ZIM

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল আমিন।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।

Tags

Related Articles

Close