জাতীয়বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ

রংপুরে বিপুল ভোটে নির্বাচিত মোস্তফা

ranpur city corporationনিউজরুমবিডি.কম: গতকাল বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলো রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন।

এ নির্বাচনে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমদ ঝন্টু থেকে ৯৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হলেন মোস্তফা।  দিনভর উৎসবের আমেজে ভোট দিয়ে নগরপিতা নির্বাচন করে রসিকবাসী।

সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১৯৩ কেন্দ্রের সবকটিতে মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সরফুদ্দিন আহমদ ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। আর বিএনপির কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ১৩৫ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ হাতী প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩১৯ ভোট, বাসদ প্রার্থী আব্দুল কুদ্দুস মই প্রতীকে পেয়েছেন এক হাজার ২৬০ এবং এনপিপি’র প্রার্থী সেলিম আখতার আম প্রতীকে পেয়েছেন ৮১১ ভোট।

এবার পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তিন লাখ ৯৩ হাজার ভোটারের মধ্যে প্রায় ৭৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত সিটি নির্বাচনে ভোট পড়েছিল ৭৮.৭০ শতাংশ।

নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাতে বিএনপি প্রার্থী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেন।

Related Articles

Close