সর্বশেষ নিউজ

একজন গ্রাহক সর্বোচ্চ ২০ টি সিম রাখতে পারবে

নিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ২০ টি মোবাইল সিম রাখতে পারবে গ্রাহক- এমন বিধিমালা শিগগিরই আরোপ হচ্ছে বলে জানা গেছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছে, যাতে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম বলেন, ‘সিমের মালিকানায় শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

Related Articles

Close