ক্যাম্পাসসর্বশেষ নিউজ
রাবির সাংবাদিকতা বিভাগে টিভি রিপোর্টিং নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে টেলিভিশন রিপোর্টিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও যমুনা টিভির সিনিয়র প্রতিনিধি মাহফুজ মিশু।
প্রায় ২ঘণ্টার এ আলোচনায় মাহফুজ মিশু টিভি রিপোর্টিংয়ের বিভিন্ন কৌশল,গ্রাফিক্স,রিপোর্টারের গুণাবলি,রিপোর্ট করার বিভিন্ন অভিজ্ঞতা,টেলিভিশন সাংবাদিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভার উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সাবেক সভাপতি তানভীর আহমদ,সহযোগী অধ্যাপক ড.মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আ.কাইয়ুম, সোমা দেব ও যমুনা টিভির রাজশাহীর শাখার প্রধান শিবলী নোমান।
উক্ত আলোচনা সভায় অংশ নেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।