বাংলাদেশসর্বশেষ নিউজ

শৈলকুপায় রিক্সা-ভ্যান ব্যবসায়ী হত্যা মামলার রায়ে দু’জনের যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদন্ডমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামের রিক্সা-ভ্যান ব্যবসায়ী আব্দুল হক হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। রোববার সন্ধা ৬টার দিকে ঝিনাইদহে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সানা মোঃ মাহরুফ হোসাইন এ রায় প্রদান করেন।

সাজা প্রাপ্ত আসামীরা হলো জেলার শৈলকুপার নলখোলা গ্রামের মজিবর রহমানের ছেলে মশিয়ার রহমান ও সারুটিয়া গ্রামের তোয়াজ্জেল হোসেনের ছেলে শামীম।

মামলার বিবরন সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মশিয়ার রহমান ও শামীম বাড়ি থেকে আনারুল হককে রিক্সা-ভ্যান কেনার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।

২৫ সেপ্টেম্বর ২০১৩ সালে তার পিতা তোফাজ্জেল হোসেন মশিয়ার ও শামীমকে আসামী করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ প্রমান শেষে বিচারক রোববার এ রায় প্রান করেন।

Tags

Related Articles

Close