বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহে বিদ্যুত গিলে খাওয়া বিপুল পরিমান চার্জার মেশিন জব্দ

ঝিনাইদহে বিদ্যুত গিলে খাওয়া বিপুল পরিমান চার্জার মেশিন জব্দমোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গজিয়ে ওঠা চার্জিং কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুত গিলে খাওয়া বিপুল পরিমান চার্জার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৬ চার্জার কারখানার মালিককে জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর জানান, বুধবার শহরের আরাপুরের ডাঃ আমিনুল ইসলাম, কাউন্সিলর ওবইদুর রহমান ও আজাদ রেষ্ট্র হাউজ এলাকার নিপুন ওয়ার্কশপসহ ৬টি স্থানে অভিযান চালানো হয়।

তিনি জানান, এ সব ওয়ার্কসপে অনুমোদনের চেয়ে বেশি ইজিবাইকসহ অন্যান্য যানবাহন চার্জ দিচ্ছিল। প্রতিটি ওয়ার্কসপ মালিককে জরিমানা ও চার্জার মেশিন জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

Tags

Related Articles

Close