আন্তর্জাতিকসর্বশেষ নিউজ
নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভান্ডারি
ডেস্কনিউজ, নিউজরুমবিডি.কম: নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভান্ডারি।
বুধবার নেপালি কংগ্রেস দলের বিদগ্ধ নেতা কুল বাহাদুর গুরুংকে ১১৩ ভোটে হারিয়ে নেপালের পার্লামেন্টে এ কমিউনিস্ট নেত্রী ও নারী অধিকারকর্মী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনে ৩২৭টি ভোট পেয়ে নির্বাচিত হন বিদ্যা দেবী। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গুরুং পেয়েছেন ২১৪টি ভোট। নেপালের পার্লামেন্টের স্পিকার ওনসারি ঘারতি নির্বাচনে বিজয়ী হিসেবে বিদ্যা দেবীর নাম ঘোষণা করেন।
১৯৬১ সালে ভোজপুর জেলায় জন্মগ্রহণ করা বিদ্যা দেবী কমিউনিস্ট পার্টি অব নেপাল ইউনিফাইড মাক্সিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) দলের উপপ্রধান।
১৯৭০ সালের পরপরই বিদ্যা দেবী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৮০-৮১ সালের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-মাওবাদী) সদস্য হন তিনি। ১৯৯৩ সালে কাঠমান্ডু- ১ আসনের সংসদ সদস্যের রহস্যজনক মৃত্যুর পর সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণ প্রসাদ ভাট্টারিয়াকে পরাজিত করে উপনির্বাচনে ওই আসনে বিজয়ী হন বিদ্যা। ২০০৯-১১ সাল পর্যন্ত মাধব কুমারের নেতৃত্বাধীন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। সর্বশেষ নেপালের সংবিধান রচনায় গঠিত কমিটির সদস্যও ছিলেন ইউএমএলের এই নেতা। সূত্র : অনলাইন।