বাংলাদেশসর্বশেষ নিউজ

ঝিনাইদহের ঘরজামাই পাড়া এখন জামাইশূন্য !

Ghor Jamai Picজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে।। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ল²ীপুর গ্রামের ঘরজামাই পাড়াটি নিজেদের মধ্যে বিবাদে জামাইশূন্য হয়ে পড়েছে। গত ছয় মাস আগেও এখানে মানুষ বসবাস করতো। কিন্তু এখন শুধু ঘরবাড়ির চিহ্ন ছাড়া আর কিছুই নেই।

আশপাশের লোকজন জানান, ইউনিয়নের চন্ডিপুর-জিয়ানগর সড়কের লক্ষীপুর গ্রামের বালির মাঠে বছর খানেক আগে পর্যায়ক্রমে ৮টি পরিবার বসবাস শুরু করে। বসবাসরত পরিবারগুলো সবাই এলাকার ঘরজামাই ছিল। এ পাড়ার নাম কেউ কেউ নতুন পাড়া বলেও জানত। তবে স্থানীয়রা ঘরজামাইপাড়া বলেই ডাকত।

এখানে বসবাস করতেন তাহাজ উদ্দিন, আলমগীর হোসেন, সিরাজ উদ্দিন, আমির হোসেন, দিদার আলী, তছিম মিয়া, গিরাজ ওরফে দিরাজ, মসলেম মিয়াসহ অনেকে। বর্তমানে ওই পাড়াটিতে এখন আর কেউ বসবাস করেন না।

পাড়াটিতে বসবাস করা স্থানীয় তাহাজ উদ্দিন বলেন, ‘আমি পাশের শংকরপুর গ্রামে বসবাস করতাম। যোগাযোগের সুবিধার জন্য রাস্তার পাশে সেমিপাকা বাড়ি তৈরি করেছিলাম। কিন্তু নানা প্রকার দ্ব›দ্ব-কলহ, চুরি, হিংসায় মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তাই ঘর-বাড়ি ভেঙে আগের গ্রামে ফিরে গেছি।’ এখানকার ঘর জামাইগুলো যেসব কাজ-কর্ম করতেন তা সভ্য জগতের মানুষ করতে পারে না বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘মাস খানেক হল আমি এখানকার দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখছি।’

Tags

Related Articles

Close