খেলাধূলাসর্বশেষ নিউজ
টাঙ্গাইলে হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি, নিউজরুমবিডি.কম: টাঙ্গাইলের ধনবাড়ির হারিণাতেলী মাদরাসা মাঠে এতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে। খেলায় চালাষ হা-ডু-ডু দল ৬-১ গেমে কেন্দুয়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রথম বারের মতো আয়োজিত এই প্রতিযোগীতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শকের আগমন ঘটে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের মাঝে এক লাখ টাকার চেক ও ট্রফি ও রানার্সআপ দলের মাঝে ৫০ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন চালাষ দলের খেলোয়ার টাইগার। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সুরুজ্জামান ও সহকারী রেফারী হিসেবে ছিলেন ডা. আব্দুলাহ ওয়াদুদ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হারিণাতেলী আদর্শ গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি কেশব চন্দ্র দাশের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, উপজেলার পৌরসভার মেয়র মন্জুল ইসলাম তপন প্রমুখ।