বাংলাদেশ

বিরলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বাছুরসহ দুগদ্ধদানকারী গাভী বিতরণ

Birol_13_07_2017(2)জেড.আই জহির, বিরল (দিনাজপুর) : বিরলে বেসরকারী প্রতিষ্ঠান বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এলাকার উন্নয়নের জন্য অতিদরিদ্র পরিবারের মাঝে বাছুরসহ ০১টি করে দুগদ্ধদানকারী গাভী বিতরণ করেছে।

বৃহস্পতিবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ০৬নং ভান্ডারা ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ (মামুন) উপকার ভোগীদের হাতে গাভী  তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার রায়, ভেটেরিনারী সার্জন ডা. আব্দুস সালাম,  বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার সুজিত কস্তা, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র রায়, প্রোগ্রাম অফিসার রির্চাড তাপস দাস, এলাকার গন্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা।

বিরল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে গতবছর ৫৩টি বাছুরসহ গাভী ও এ পর্যন্ত ৮৮টি বাছুরসহ দুগদ্ধদানকারী গাভী বিতরণ করা হয়েছে। আরোও ২৫টি গাভী এলাকার উন্নয়নের জন্য এ মাসের মধ্যেই বিতরণ করা হবে। এছাড়াও বিগত বছর গুলোতে শুধুমাত্র ০২ দাঁতের বকনা গরু ১৬৫টি বিতরণ করা হয়েছে।

Tags

Related Articles

Close