বাংলাদেশসর্বশেষ নিউজ

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে কয়েকটি রুটে যান চলাচলে নিষেধাজ্ঞা

gpনিজস্ব প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমামুখী যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুুর জেলা পুলিশ প্রশাসন।

আজ শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের সামনে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আখেরি মোনাজাতের দিন তাবলিগ জামায়াতের লাখ লাখ মুসল্লির পাশাপাশি ঢাকাসহ আশপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ আসেন। তখন ভিড় বেড়ে যায় এবং যানজট সৃষ্টি হয়। সে কারণে আখেরি মোনাজাতের দিন রোববার ভোররাত ৩টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা (ভোগড়া বাইপাস) থেকে আবদুল্লাহপুর পর্যন্ত, টঙ্গী-ঘোড়াশাল সড়কের মিরেরবাজার থেকে স্টেশন রোড পর্যন্ত এবং স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় রাস্তার দুই পাশে কোনো যানবাহনকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। মানুষ যাতে আখেরি মোনাজাতে আসতে পারেন এবং মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন- সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

পুলিশ সুপার আরো জানান, আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে ৩০ ফ্রি শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা বিনা ভাড়ায় ওই বাসে যাতায়াত করতে পারবেন।

 

Tags

Related Articles

Close