খেলাধূলাসর্বশেষ নিউজ
বৃষ্টিবৃঘ্নিত চট্রগ্রাম টেস্ট ড্র
নিউজরুমবিডি.কম: অবশেষে বৃষ্টি বাঁধায় শেষ হলো আরো একটি সম্ভাবনাময় টেস্ট ম্যাচের। চতুর্থ দিনের মতোই পঞ্চম দিনেও অগণিত ক্রিকেট ভক্তদের আবেদনেও এদিন হাসেনি মেঘলা আকাশ; ছিলো ঘোমড়া মুখেই। আর তাই দুপুর ১২টার দিকে ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়ে দেন ম্যাচটি আর মাঠে গড়াচ্ছেনা।
ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসে টগবগ করা মুশফিকবাহিনী বৃষ্টিবৃঘ্নিত ড্র চাননি এটা অনুমেয়ই। তৃতীয় দিন শেষে ১৭ রানে এগিয়ে থেকে একটা কঠিন লড়াইয়ের ইঙ্গিতও দিচ্ছিল টাইগাররা। এ ম্যাচে নিজেদের কে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে মেলে ধরতে সক্ষম হয়েছেন বাংলাদেশের বোলাররা। আর ব্যাটসম্যানদের ব্যাটও ক্রিকেটমোদীদের হতাশ করেনি খুব একটা। বল হাতে মুস্তাফিজুর, জোবায়ের, মোহাম্মদ শহীদ যেমন নিজেদের কৃতিত্ব দেখিয়েছেন, তেমনি ব্যাট হাতে দর্শক মাতিয়েছেন তামিম, মাহমুদুল্লাহ, লিটন দাস।
টেস্ট ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকা। আর সেই দলের বিপক্ষে ড্র অনেক বড় প্রাপ্তি হলেও টাইগাররা এভাবে ড্র চাননি। মুশফিকবাহিনী চেয়েছিলেন মাঠ থেকেই এর ফলাফল নির্ধারণ হোক। কিন্তু বৃষ্টি আর তা হতে দেয়নি।
বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে খেলা হয়েছে মোট ২২০ ওভার। যতটুকু খেলা হয়েছে তাতে এগিয়ে বাংলাদেশই। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার রানের লাগাম ধরে রাখেন টাইগার বোলাররা।
সবকিছু বিবেচনা করে ক্রিকেটভক্তরা বলতেই পারেন চট্টগ্রাম টেস্টে জয়ের পাল্লা বাংলাদেশের পক্ষেই ছিল।তাই এটাকে সম্ভাবনার অপমৃত্যু বললেও বোধ করি ভুল করবেননা ভক্তকুল।
এটি টেস্টে বাংলাদেশের চতুর্দশতম ড্র। অবশ্য এর মধ্যে বৃষ্টিবৃঘ্নিত ড্রই হলো আটটি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস ৮৩.৪ ওভারে ২৪৮ (বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮, এলগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩, মাহমুদউল্লাহ ১/৯) ও দ্বিতীয় ইনিংস ২১.১ ওভারে ৬১/০ (ফন জিল ৩৩*, এলগার ২৮*)
বাংলাদেশ: প্রথম ইনিংস ১১৬.১ ওভারে ৩২৬ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০, সাকিব ৪৭; স্টেইন ৩/৭৮, হার্মার ৩/১০৫, ফিল্যান্ডার ২/৪০)