বাংলাদেশ
শৈলকুপায় ভ্রাম্যমান আদালত কতৃক অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরঞ্জাম জব্দ ও ৩ জনকে কারাদন্ড
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরঞ্জাম জব্দ ও ৩ বালু ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার বড় বোয়ালিয়া ব্রীজের সন্নিকটে কালী নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন-২০১০ অনুসারে ২টি ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ ও সংশ্লিষ্ট ৩ বালু ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়েছে।
রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে শৈলকুপার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মুনীম লিংকন জানান, অবৈধভাবে বালু উত্তোলন কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এসময় দুইটি ড্রেজার মেশিন, পাইপ, পাম্প ও টিউবওয়েল জব্দ করা হয়।