খেলাধূলাসর্বশেষ নিউজ

রাত পোহালেই বিপিএলের খেলোয়াড় নিলাম

bplক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিগডি.কম: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে ক্রীড়ামোদিদের উন্মাদনার যেন শেষ নেই। এরই মধ্যে শুরু হয়ে গেছে তুমুল উৎসাহ ও উদ্দিপনা। চলতি মাসের ২৬ তারিখে বিপিএলের তৃতীয় আসরের খেলোয়াড় নিলামের কথা থাকলেও, এবারের খেলোয়াড় নিলাম হতে যাচ্ছে আগামীকালই।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হোটেল রেডিসন ব্লু বল রুমে ক্রিকেটারদের নিজ নিজ দলে টানবেন বিপিএল ফ্রাঞ্চাইজিরা। আগামীকালে এ লটারি প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ১২২ জন দেশীয় ক্রিকেটার এবং ১৯৫ জন বিদেশি ক্রিকেটার।

বিপিএলের এবারের আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির। দল নির্ধারণের সময় আগে আইকন খেলোয়াড়দের দল নির্ধারণ হবে, তারপর বাকি খেলোয়াড়দের দল নির্ধারিত হবে।

প্রতিটি দল দেশি বিদেশি মিলে ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবেন। এতে ১৩ জন দেশি ক্রিকেটার ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবেন। তবে প্রতি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটারের বেশি খেলতে পারবেন না। অর্থাৎ ম্যাচের একাদশে দেশি সাতজন ক্রিকেটার ও চারজন বিদেশি ক্রিকেটার খেলবেন।

এরই মধ্যে দেশি বিদেশি ক্রিকেটারদের দামও ঠিক করে রেখেছেন বিপিএল কতৃপক্ষ। তবে ফ্রাঞ্জাইজিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়তেও পারে।

ছয়জন আইকন খেলোয়াড়রা পাবেন ৩৫ লাখ টাকা করে, আর দেশি খেলোয়াড়দের মধ্যে ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা করে। অপরদিকে বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরি ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত পারিশ্রমিক পাবেন যথাক্রমে ৭০ হাজার ডলার, ৫০ হাজার ডলার, ৪০ হাজার ডলার ও ৩০ হাজার ডলার করে।

ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম দি কিংস ও সিলেট সুপার স্টার্স- এই ছয়টি দলের এবারের টুর্নামেন্ট এবার শুধু সময়ের অপেক্ষায়। ২০ নভেম্বরে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া বিপিএলের এবারের আসরের খেলা মাঠে গড়াবে ২২নভেম্বর। প্রতিদিন দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে সাতটায়।একই ভেন্যুতে প্রতিদিন অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ।

Related Articles

Close