ক্যাম্পাসবাংলাদেশসর্বশেষ নিউজ

বরুহা হোসনে আরা হাসান বালিকা বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে বরুহা হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৫তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি এ প্রতিযোগীতার আয়োজন করে।

ছিলিমপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ হাসমত আলী খেলাটি উদ্বোধন করেন। প্রতিযোগীতায় ১০০ থেকে ৪০০ মিটার দৌড়, মিউজিক্যাল বল, গুপ্তধন উদ্বার, ভারসাম্য দৌড়, দীর্ঘ লম্প, চাচী আপন প্রান বাচী, যেমন খুশি তেমন সাজো, ও পাতিল ভাঙ্গাসহ মোট-২২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রতি ক্লাশ থেকেই শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের কো-অপ্ট ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনিসুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক  মোঃ বেলায়েত হোসেন, থানা আওয়ামীলীগের উপদেষ্ঠা মোঃ জেলহাস উদ্দিন,ছিলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম রতন, মীর শহিদুর রহমান, বরুহা তরুন তেজ ক্লাবের উপদেষ্টা খন্দকার মোবারক হোসেন, ছিলিমপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মোছাঃ ফাহিমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজায়েত হোসেন।

Related Articles

Close