বাংলাদেশসর্বশেষ নিউজ
জাতীয় শোক দিবস আজ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নিউজরুমবিডি.কম: আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। এরপর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বসাধারণ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। ১৫ আগস্টে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু ভবন চত্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ১৪ দল, ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতা-কর্মীরা।
কর্মসূচির প্রথমে বঙ্গবন্ধু ভবনসহ কেন্দ্রীয় কার্যালয় ও সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।