বাংলাদেশরাজনীতিসর্বশেষ নিউজ
টাঙ্গাইল সদর হাসপাতালে পি.সি.আর ভেনটিলেশন সরবরাহের দাবীতে বিএনপির স্মারকলিপি প্রদান
মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: করোনা প্রাদূর্ভাবে দিশেহারা মানুষ। টাঙ্গাইলে আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫৭২জন, মৃত্যুবরণ করেছে ১২জন, চিকিৎসাধীন আছে ৩৬০জন। সেই দিক বিবেচনা করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পি.সি.আর, আই.সি ইউ ও ভেনটিলেশন কিট এবং প্রয়োজনীয় মেশিনারীজ সরবরাহের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান এর হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সান, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকন্দ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমূখ।