আন্তর্জাতিকসর্বশেষ নিউজ

বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

নিউজজরুমবিডি.কম: রোববার দুপুর ১টার দিকে শাদি খান গ্রামের সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায়
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদা নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডা. সাঈদ ইলাহি স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন-এর অনলাইন খবরে জানানো হয়, বিস্ফোরণের সময় সুজা খানজাদা কার্যালয়েই ছিলেন। বিস্ফোরণে কার্যালয়ের ভবনের ছাদ উড়ে যায় এবং আশপাশের ভবনের কাচ চুরমার হয়ে যায়। পুরো ভবনটিই ধসে পড়ে ধ্বংস্তূপের নিচে ২০-২৫ জন চাপা পড়েন।

দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি এ হামলার দায় স্বীকার করেছে। গত জুলাইয়ে লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাককে হত্যার পর থেকে সুজা খানজাদার ওপর ক্ষিপ্ত ছিল সংগঠনটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

Related Articles

Close