জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

বাংলাদেশের মধ্যে ঝিনাইদহে প্রথম ই-নামজারি সিস্টেম এর পাইলট প্রকল্প বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মসূচী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ভুমি তথ্য এবং সেবা কাঠামোর আওতায় ঝিনাইদহ সদর উপজেলায় ই-নামজারি সিস্টেম এর পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচীর উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহ্ফুজুর রহমান।

ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-ভূমি সংস্থার কমিশনার এস এম রইজ উদ্দিন আহম্মদ, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট মোহাম্মদ এনামুল হক, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, স্থানীয় সরকারের উপ-সচিব আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উসমান গনি’র উপস্থাপনায় কর্মশালায় ৬ টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১৮ টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগীতায় অনলাইন এ নামজারি সিস্টেম বাস্তবায়িত হবে।

সারাদেশের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় এ কর্মসূচী প্রথম বাস্তবায়িত হতে যাচ্ছে। এ পাইলট প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সবধরনের হয়রানি ও দালালের প্রভাব ছাড়াই সহজেই ভূমি সেবা পাবেন বলে জানায় আয়োজকরা।

Related Articles

Close