ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব 

15401148_1870786513153977_5964312335149788176_nনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট শিকারি বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিপিএল-৪ ফাইনালের মঞ্চে এই দুর্দান্ত রেকর্ড গড়েন টাইগার রঙিন জার্সির সহঃঅধিনায়ক এবং ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব।

শুক্রবার বিপিএল-৪ ফাইনাল ম্যাচে দুটি উইকেট নিতে পারলে বিপিএলের চার আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার হাতছানি ছিল সাকিবের সামনে। ফাইনাল ম্যাচে প্রথমে মুমিনুল হককে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন তিনি। এরপর ব্যক্তিগত চতুর্থ ওভারে রাজশাহী ‍অধিনায়ক ড্যারেন স্যামিকে সাজঘরে ফিরিয়ে রেকর্ড বুকে এককভাবে নিজের নাম লেখান সাকিব।

বিপিএল ইতিহাসে সাকিব আল হাসান তার ঝুলিতে ৪৮টি ম্যাচ খেলে ৬১টি উইকেট শিকার করেছেন। এরআগে বিপিএলের তিন আসর খেলা ক্যারিবীয়ান পেসার কেভিন কুপার ৩৭ ম্যাচে ৬০ উইকেট নিয়ে ছিলেন সবার শীর্ষে।

Tags

Related Articles

Close