ক্যাম্পাসজাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

সখীপুরে ‘ঈদ উপহার’ নিয়ে অসহায়দের পাশে ডিএসটিএস এসোসিয়েশন

আবিদা সুলতানা: টাঙ্গাইলের সখিপুরে দরিদ্র ও অস্বচ্ছল দুই শতাধিক পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেছে ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্টস (ডিএসটিএস) এসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভায় এসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে এসব উপহার পরিবারগুলোর দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হয়েছে।

‘ঈদ উপহার’ হিসেবে প্রতি প্যাকেটে চাল, সেমাই, চিনি, দুধ ও সাবান দেয়া হয়েছে বলে জানা গেছে।

ডিএসটিএস এসোসিয়েশন ঢাকায় অধ্যয়নরত সখিপুর উপজেলার একঝাঁক সম্ভাবনাময়ী তরুনদের সংগঠন যারা সখিপুরের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে করোনা কালীন এই উদ্যােগ বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ সিকদার হিমেল।

সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সমন্বিত প্রয়াসে এই উদ্যােগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ডিএসটিএস সভাপতি সাদ্দাম হোসেন উদয়। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন- ‘ব্যতিক্রমী একটি ঈদ পালন করতে যাচ্ছি আমরা করোনার এই সংকটে কিছু মানুষের মুখে ক্ষনিকের জন্য হাসি ফুটাতে পারলেই আমাদের এই সামান্য উদ্যােগ সার্থক হবে।’

Tags

Related Articles

Close