ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
বৃষ্টি বাঁধায় বিপিএল শুরু ৮ নভেম্বর
ক্রীড়া প্রতিবেদক, নিউজরুমবিডি.কম: বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে বিপিএলের এবারের আসরের প্রথম দুই দিনের চার ম্যাচসহ রোববারের দুই ম্যাচ। এই ছয়টি ম্যাচ পরবর্তীতে নতুন করে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
জানা গেছে, আগামী ৮ নভেম্বর থেকে বিপিএল নতুন ভাবে মাঠে গড়াবে।
এবারের আসরে মোট সাতটি দল শিরোপার লড়াইয়ে লড়বে। আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। দুটি ভেন্যুতে মাঠে গড়াবে বিপিএল। প্রথম রাউন্ডে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর বিপিএলের ম্যাচগুলো হবে চট্টগ্রামে। ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে আসবে দলগুলো। মিরপুরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো বিপিএলের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।