ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
ঘরের মাঠে এক হাজার রান ইমরুলের
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ টেস্ট ম্যাচে ঘরের মাঠে এক হাজার রান করার গৌরব অর্জন করলেন টাইগার ওপেনার ব্যাটসম্যান ইমরুল কায়েস। তিনি অষ্টম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে দেশের মাটিতে হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন।
রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমরুল কায়েস। ইংলিশ স্পিনার মঈন আলীর বলে লেগ বিফর উইকেট হওয়ার আগে ১২০ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। আর এই ইনিংসের উপর ভর করেই এক হাজার রান করার মাইলফলকটি অতিক্রম করেন। ঘরের মাঠে ১৭ টেস্টে ৩২ ইনিংসে হাজার রান পূর্ণ করেন ইমরুল। বর্তমানে ঘরের মাঠে তার মোট রান ১,০০২।
এদিকে এর আগে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে ৩০ ম্যাচে ৫৭ ইনিংসে সর্বোচ্চ ২,২০৭ রান করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ২,১৯২ রান করেছেন সাকিব আল হাসান। তৃতীয় সর্বোচ্চ ১,৬৪৭ রান করেছেন মুশফিকুর রহিম। এরপরই আছেন হাবিবুল বাশার সুমন (১,৩৮৯), মুমিনুল হক সৌরভ (১,২২০), মোহাম্মদ আশরাফুল (১,২১৯) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১১৫৫)।