বাংলাদেশসর্বশেষ নিউজ

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭ জন মাদক সেবী ও বিক্রেতার ৬মাস কারাদন্ড

SAMSUNG CAMERA PICTURESশেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার ভ্রাম্যমান আদালত ৭ জন মাদক সেবী ও বিক্রেতাকে ৬ মাস কারাদন্ড দিয়েছে।

বীরগঞ্জ থানার ওসি তদন্ত ফখরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদত, এসআই হেলাল, এসআই জাহাঙ্গীর এএসআই আতিক ও ডিএসবি গোলাম মোস্তফার সহযোগিতায় সোমবার সন্ধ্যায় উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল­ীহাট এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্য মাদক সেবন ও বিক্রয় করার সময় ৭ জনকে গ্রেফতার করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানার ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। গ্রেফতারকৃত মাদক সেবী ও বিক্রেতারা ভ্রাম্যমান আদালতে তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞবিচারক খানসামা উপজেলার গবিন্দপুর গ্রামের মৃত মংঙ্গলুর ছেলে আজিজার রহমান (৬০), বড় করিমপুর গ্রামের জয়নুদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (৩০), মৃত মংঙ্গলুর ছেলে ইয়াকুব আলী (২৫), ভগীরপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে হাসিনুর রহমান (৩২), সব্দলপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে সুরুজ্জামান (৪৫), শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মৃত জামাল শেখের ছেলে জাফর আলী (৪০) ও ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের পতিম উদ্দিনের ছেলে মাদক ব্যবস্যায়ী মমিনুল ইসলাম (২৫) এদের প্রত্যেককে ৬ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।

ওসি আবু আক্কাস আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত মাদক সেবী ও বিক্রেতাকে ৭জনকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Tags

Related Articles

Close