ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ

ও.ইন্ডিজ ফিরে যাচ্ছেন কোর্টনি ওয়ালশ

owaনিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ পাঁচ দিনের মধ্যেই দেশে ফিরে যাচ্ছেন টাইগার নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে সেটা ছুটি কাটানোর জন্য। আগামী পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। আর একই সাথে ছুটিতে যাচ্ছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, ‘আগামীকাল দেশে ফিরে যাচ্ছেন কোর্টনি। তবে ঠিক কখন যাচ্ছেন এখনই বলতে পারছিনা। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।’

টাইগারদের পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ৯ দিনের ছুটি শেষ হবে ‍আগামী ১৬ সেপেটম্বর। এরপরই শুরু হবে মূল দলের চুড়ান্ত অনুশীলন। তার ঠিক একদিন বাদে (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ফিরবেন ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার। ওয়ালশের ফেরার দিনই ঢাকায় ফিরবেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

উল্লেখ্য শনিবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯.১৫ মিনিটে এক বিশেষ ফ্লাইটের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টাইগার নতুন বোলিং কােচ কোর্টনি ওয়ালশ। ৫৩ বছর বয়সি ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ ম্যাশ-মুস্তাফিজ-তাসকিনদের নিয়ে আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন।

Tags

Related Articles

Close