জাতীয়বাংলাদেশসর্বশেষ নিউজ

মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব। বক্তারা বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

Related Articles

Close