ক্রিকেটক্রিকেটখেলাধূলাসর্বশেষ নিউজ
এশিয়ান সেরা ওয়ানডে একাদশে রিয়াদ-সাকিব
নিউজরুমবিডি স্পোর্টস ডেস্কঃ ২০১৫ সালের সেরা এশিয়ান ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ এবং মিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিগত বছরে ব্যাটে-বলে নিজেদের পার্ফমেন্স অব্যাহত রাখার জন্য ২০১৫ সালের সেরা এশিয়ান ওয়ানডে একাদশে নাম অন্তর্ভূক্তি করেছেন রিয়াদ-সাকিব।
২০১৫ সালের এশিয়ান সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ভারতীয় জনপ্রিয় স্পোর্টস পোর্টাল “ক্রিক ট্যাকার।” প্রকাশিত সেরা এশিয়ান ওয়ানডে একাদশে বাংলাদেশের হয়ে প্রতিনিধি করেছেন সাকিব-রিয়াদ।
২০১৫ সালে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচগুলোর উপর তদারকি করে প্রকাশিত মূল একাদশে ভারতের ৫ জন, শ্রীলংকার ৩ জন, পাকিস্তানের ১ জন ও বাংলাদেশের ২ জনকে রেখে স্কোয়াড প্রকাশ করেছে “ক্রিক ট্যাকার।” প্রকাশিত এশিয়ান ওয়ানডে স্কোয়াডের নেতৃত্ব থাকছে ভারতের সেরা অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী।
এশিয়ান ওয়ানডে একাদশঃ রোহিত শার্মা, তিলকারত্নে দিলশান, ভিরাট কোহলি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলা ম্যাথিউজ, মাহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেট রক্ষক), মোহাম্মদ শামী, রবিচন্দন অশ্বিন, ওয়াহাব রিয়াজ এবং লাসিথ মালিঙ্গা।